মণিরামপুরের পল্লীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
# ভারতের বাসিন্দা বলে স্থানীয়দের ধারনা #
মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুরের পল্লীতে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার চাঁদপুর এলাকায় খেদাপাড়া-মণিরামপুর সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, এক মাস আগে এই ব্যক্তি চাঁদপুর গ্রামে আসেন। হিন্দি ভাষায় অগোছালোভাবে কথা বলতেন তিনি। তার কথাবার্তা শুনে ভারতে বাড়ী ও একজন মানসিক রুগী ছিলেন বলে স্থানীয়দের ধারনা। তাকে যত্রতত্র খোলা আকাশের নিচে রাস্তার পাশে শুয়ে-বসে থাকতে দেখা যেত। স্থানীয় লোকজন তাকে খেতে দিলে অল্প একটু খেয়ে লোকজনের দিকে বাকী খাবার ছুড়ে ফেলে দিতেন। স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান,
বুধবার সকালে লোকজন মাঠে কাজে যাওয়ার সময় তাকে রাস্তার ধারে মৃতঃ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।