কমিউটার ট্রেনে আগুন: টাঙ্গাইলে গ্রেপ্তার ৩

প্রবাহ রিপোর্ট : টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা ও রেলওয়ে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ও নাজমুল ইসলাম। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা পাওয়া যায়নি। টাঙ্গাইল পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার জানান, শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাতেই গ্রেপ্তারদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা রেলওয়ে পুলিশের এসআরু মো. আশরাফ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় টাঙ্গাইল রেলস্টেশন সহকারী মাস্টার তরিকুল ইসলাম বাদী হয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন। এসআই মো. আশরাফকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়।