জাতীয় সংবাদ

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরও ২ জনের মৃত্যু

প্রবাহ রিপোর্ট : বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাজধানীর দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম। গতকাল সোমবার তরিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের মধ্যে সাইফুল ইসলাম আরিফ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে এবং কারীমুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তরিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত দুজন গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে একজন দশম শ্রেণির ছাত্র। তার নাম সাইফুল ইসলাম আরিফ। তার গ্রামের বাড়ি ফেনী। আরিফ ৪ আগস্ট আন্দোলনে আহত হয়েছিল। গতকাল সোমবার সকাল ৭টায় সিএমএইচে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। অন্যজনের বিষয়ে তিনি জানান, মৃত্যুবরণকারী আরেকজন হচ্ছেন কারীমুল ইসলাম। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি গত ৫ আগস্ট যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়েছিলেন। গতকাল সোমবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারীমুল ইসলামের পরিবার জানায়, কারিমুল যাত্রাবাড়ী কাঁচামালের আড়তে কাজ করতেন। গত ৫ আগস্ট বিকাল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মিছিলে যায়। মিছিলটি যাত্রাবাড়ী থানা এলাকায় যাওয়া মাত্রই পুলিশের গুলিতে গুরুতর আহত হয় সে। পরে তাকে দ্রুত ঢামেকে আনা হলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে গতকাল সোমবার সকালে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, কারীমুল হবিগঞ্জের লাখাই উপজেলার শাহাবুদ্দিনের ছেলে। যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় থাকতেন। চার ভাইয়ের মধ্যে তিনি বড়। তার স্ত্রী অন্তঃসত্ত্বা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button