জাতীয় সংবাদ

গাজীপুরে পিকআপ ভ্যানে ডাকাতি, ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রবাহ রিপোর্ট ঃ গাজীপুরে মুরগি পরিবহনের পিকআপ ভ্যানে ডাকাতি হয়েছে। এ সময় গলা কেটে হত্যা করা হয়েছে গাড়িতে থাকা ব্যবসায়ী জাকিরুল ইসলামকে (২০)। গতকাল রোববার ভোরে কাপাসিয়া উপজেলার সালদৈ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানের চালককে আটক করেছে। নিহত জাকিরুল ইসলাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মমরেজপুর গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি গাজীপুর নগরে মুরগি বিক্রির ব্যবসা করতেন। আটক পিকআপ ভ্যানের চালক হৃদয় মিয়া (২৭) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মাধখোলা গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। জাকিরুল ইসলামের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় গাজীপুর থেকে কাপাসিয়ার একটি ফার্মের মুরগি কেনার জন্য পিকআপ ভ্যানে রওনা হন জাকিরুল। তাঁর কাছে ছিল ১ লাখ ৩০ হাজার টাকা এবং সঙ্গে ছিলেন আরেক ব্যবসায়ীর ভাই। রাত ৯টার দিকে ওই পোলট্রি ফার্মে তাদের পৌঁছার কথা ছিল। নির্ধারিত সময়ে না পৌঁছায় মুরগির দোকানি মাসুদকে ফোন দেন পোলট্রি খামারের মালিক। এরপর রাত সাড়ে ৯টার দিকে মাসুদ গাড়িচালক হৃদয়কে ফোন দেন। হৃদয় তখন জানিয়েছিলেন ৩০ মিনিটের মধ্যে পোলট্রি ফার্মে পৌঁছাবেন তারা। কিন্তু নির্দিষ্ট সময় পর তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ওই পিকআপে থাকা অন্য সবারও মুঠোফোন বন্ধ ছিল। গতকাল ভোররাত চারটার দিকে চালক হৃদয় কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় এক দোকানিকে ডাকাতির ঘটনাটি জানান। এ সময় হৃদয় বলেন, ডাকাত দল গলা কেটে জাকিরুলকে হত্যা করেছে। লাশ তাঁর গাড়িতেই রয়েছে। ডাকাতেরা তাকেও ছুরিকাঘাত করেছে। ওই দোকানি কাপাসিয়া থানায় খবর দেন। পরে পুলিশ পিকআপ ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ চালক হৃদয়কে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁর কাছ থেকে ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘এ ঘটনায় চালক হৃদয়কে আটক রাখা হয়েছে। আমাদের ধারণা, তার সঙ্গে ডাকাত দলের সম্পর্ক আছে। তার কাছ থেকে উদ্ধার করা টাকা ডাকাতির ভাগের হতে পারে। নিহত ব্যক্তির বাবা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button