সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি
প্রবাহ রিপোর্ট : গাজীপুরের শ্রীপুরে সড়কে পিকআপ রেখে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ১টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কালিয়াকৈর-মাওনা সড়কে এ ঘটনা ঘটে। এর আগে প্রতি রাতেই ওই সড়কের ব্রিজ সংলগ্ন স্থানে রাত ১০টার পর প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। জানা গেছে, ডাকাত দল গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারের (৪২) গাড়িতে হামলা ও ভাঙচুর করে। ডাকাতরা হামলা কর তার গাড়িচালক মইনুলকে (৩০) কুপিয়ে আহত করে এবং তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার সকাল ১০টায় শরীফুল ইসলাম শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শরীফুল ইসলাম সরকার মাওনা ইউনিয়নের (মাওনা মধ্যপাড়া) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। চালক মইনুলের কাছে গাড়ির চাবি চাইলে না দেওয়ায় ডাকাতরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। শরীফুল ইসলাম সরকার জানান, ব্যবসায়িক কাজ শেষে জিপে রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর থেকে তিনি এবং তার সহযোগী সালাহ উদ্দিন আহমেদ সোহাগ শ্রীপুরের মাওনা নিজবাড়িতে ফিরছিলেন। রাত ১টায় কালিয়াকৈর-মাওনা সড়কের পাথার পাড় ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছলে ৭-৮ জন ডাকাত দেশি অস্ত্র নিয়ে পিকআপ গাড়ি সড়কের ওপর রেখে ব্যারিকেড দেয়। ডাকাতরা তাদের জিপ গাড়ির গতিরোধ করে। এ সময় হাফপ্যান্ট পরিহিত ডাকাতদের মধ্যে পাঁচ জনের শরীরে কোনো জামা ছিল না এবং গামছা দিয়ে মুখ বাঁধা ছিল। তাদের মধ্যে দুই জনের মুখ খোলা ছিল। ডাকাতরা গাড়ির সামনে ও পেছনের কাচ রামদা দিয়ে কুপিয়ে ভেঙে ফেলে। এ সময় এক ডাকাত চালক মইনুলের কাছে গাড়ির চাবি চাওয়ায় না দিলে তাকে কুপিয়ে আহত করে। ডাকাতেরা তাদের কাছ থেকে সোনার চেইন, আংটি ও ব্রেসলেট লুটে নেয়। পরে ডাকাতরা হত্যার হুমকি দিয়ে তাদের দুই জনের সঙ্গে থাকা নগদ এক লাখ ৩৫ হাজার টাকা নিয়ে নেয়। পরে চালককে মাওনা স্থানীয় চৌরাস্তার আল হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, সড়কে ডাকাতির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ এটি নিয়ে কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে শ্রীপুর-কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেন খানের কাছ জানতে চাইলে তিনি ডাকাতির শিকার লোকদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।