খেলাধুলা

আবারও ব্যর্থ হলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :ব্যাট কিংবা বল; কোনোটিতেই আলো ছড়াতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। ফলে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছে তার দল লস অ্যাঞ্জেলেস ওয়েভসকে। ডালাসে সাকিবদের বিপক্ষে ১৯ রানের রোমাঞ্চকর জয় পেল সুরেশ রায়নার নিউইয়র্ক লায়ন্স। বোলিংয়ে কেবল ১ ওভার করা সাকিব রান দিয়েছেন ১৮। এরপর ব্যাট হাতে তিন নম্বরে নেমে ১৬ বল খেলে করেন ১৩। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) আয়োজিত সিক্সটি স্ট্রাইকস টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে প্রথম ম্যাচে সাকিবের নিজের সেরাটা দেখাতে পারেননি। ফলে হেরেছে তার দলও। বোলিংয়ের পর ব্যাট হাতেও পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়ক। সাকিব আল হাসান নিজের প্রথম ওভার করতে এসে খরচ করেন ১৮ রান। রায়না আর থারাঙ্গা মিলে সাকিবকে হাঁকান ২ ছয় ও ১ চার। এরপর অবশ্য অধিনায়ক সাকিব আর বোলিংয়েই আসেননি। বোলিং ইকোনমির হিসাবে সবচেয়ে বেশি খরুচে ছিলেন সাকিবই। ১০ ওভারে কেবল ২ উইকেট হারিয়ে নিউইয়র্ক লায়ন্স স্কোরবোর্ডে জমা করে ১২৬। ওপেনার উপুল থারাঙ্গা ২৩ বলে করেন ৪০ রান। অধিনায়ক সুরেশ রায়না খেলেন ৫৩ রানের হার-না-মানা ইনিংস। ৩ ছক্কা ও ৬ চারে ২৮ বলে রায়নার রান ৫৩। তার সঙ্গে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন বেন কাটিং। ১২৭ রানের বড় টার্গেট টপকাতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি লস অ্যাঞ্জেলেস ওয়েভস। ইনিংসের প্রথম বলেই উইকেট হারান ওপেনার স্টিফেন এস্কিনাজি। দ্বিতীয় বলে তাই ক্রিজে আসতে হয় সাকিব আল হাসানকে। তিনে নামা সাকিবও অবশ্য সুবিধা করতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে তাব্রাইজ শামসির বলে ক্যাচ তুলে বিদায় নেওয়ার আগে সাকিবের রান ১৬ বলে ১৩। এই ইনিংসে সাকিব বাউন্ডারি মারেন ৩টি। সাকিব দ্রুত ফিরে গেলেও অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের ব্যাটে আশা দেখে লস অ্যাঞ্জেলেস। তবে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার আগেই তারা হারান উইকেট।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button