খেলাধুলা

১০০০ গোলের কাছাকাছি পৌঁছে গেলো রোনালদো

স্পোর্টস ডেস্ক :ক্রিশ্চিয়ানো রোনালদো আরও একবার ফুটবল মাঠে নজর কাড়লেন। সিআরসেভেনের অসাধারণ পারফরম্যান্সে আল-নাসর ৩-০ ব্যবধানে আল-ওরোবাকে হারিয়েছে সৌদি প্রো লিগে। পর্তুগিজ সুপারস্টার এই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থ সাদিও মানের জন্য একটি দুর্দান্ত অ্যাসিস্টও করেন। রোনালদো তার অসাধারণ ক্যারিয়ারের ১০০০ গোলের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন, বর্তমানে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯০৫-এ। ২০২২ সালের ৩০ ডিসেম্বর আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এখন পর্যন্ত সৌদি প্রো লিগের ক্লাবটির হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। ভালো সঙ্গী পেলে অধরা শিরোপা ধরা দিতে পারে, এমন চিন্তাও হয়তো এসেছে রোনালদোর মাথায়। সেই বোধ থেকেই মনে হয় ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইনাকে আল নাসরে চাইলেন পর্তুগিজ তারকা। চলতি মৌসুম শেষে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ডি ব্রুইনার। ৩৩ বছর বয়সী এই তারকার সঙ্গে নতুন চুক্তি করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি পেপ গার্দিওলার দল। যে কারণে সিটিতে অনিশ্চিত হয়ে পড়েছে ডি ব্রুইনার ভবিষ্যৎ। গত শনিবার সৌদি প্রো লিগে রোনালদোর গোলের সঙ্গে জোড়া গোল করেন সাদিও মানে। এই ম্যাচে আল ওরোউবাকে ৩-০ ব্যবধানে হারায় আল নাসর। ঘরের মাঠে ১৭ মিনিটে লিড নেয় আল নাসর। পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। এরপর ২৯ মিনিটে মানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। সেনেগালের তারকাকে এই গোলে সহায়তা করেন রোনালদো। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন মানে। সেনেগাল ফরোয়ার্ডের গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় আল নাসরের।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button