খেলাধুলা

ব্রাজিল দল থেকে বাদ পড়লেন নেইমার, এনড্রিক

স্পোর্টস ডেস্ক : ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিরুদ্ধে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন আল-হিলাল ফরোয়ার্ড নেইমার ও রিয়াল মাদ্রিদের এনড্রিক। ১৮ বছর বয়সী এনড্রিক মাদ্রিদের হয়ে এ মৌসুমে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলেন। শেষ চার ম্যাচে এনড্রিক এক মিনিটের জন্যও মাঠে নামেনি। ৩২ বছর বয়সী নেইমার ইনজুরির কারণে এক বছরের দীর্ঘ অনুপস্থিতি কাটিয়ে গত ২১ অক্টোবর আল-হিলালের হয়ে মাঠে ফিরেছেন। ব্রাজিল কোচ ডোরিভাল জুনিয়র বলেছেন, ‘আমরা তাকে জাতীয় দলে না ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি। এখনই তাড়াহুড়ো করে কিছু করতে চাইনা। যদিও নেইমার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য আরো কিছু সময়ের প্রয়োজন। এটাই তাকে বাদ দেবার মূল কারন।’ ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ঐ ম্যাচেই বাম হাঁটুর গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। ডোরিভাল বলেন, ‘সে এই দলে থাকতে চেয়েছিল। কিন্তু একইসাথে নিজের পরিস্থিতিও সে বুঝতে পেরেছে। মাঠে তার খেলার মত সময়ের অভাব রয়েছে। আমরা ইতোমধ্যেই তাকে ক্লাবে ফিরিয়ে দিয়েছি। ক্লাবের প্রক্রিয়াকে আমরা শ্রদ্ধা করি। তার মত মানের একজন খেলোয়াড়কে জাতীয় দল সবসময়ই খেলাতে চাইবে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি সে যখন পুরোপুরি সুস্থ ছিলনা তখনো আমরা তাকে সবসময়ই বিবেচনায় রেখেছি।’ জাতীয় দলের ফেরার জন্য ২০২৫ সালের মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য নেইমারকে অপেক্ষায় থাকতে হবে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র গলার ইনজুরির কারণে অক্টোবরের বাছাইপর্ব মিস করার পর পুনরায় জাতীয় দলে ফিরেছেন। ব্যালন ডি’অর শিরোপা না পাবার হতাশা কাটিয়ে ভিনি জাতীয় দলে যোগ দিয়েছেন। ভিনিসহ পুরো ফুটবল বিশ্বকে হতবাক করে দিয়ে ম্যানচেস্টার সিটির রড্রির হাতে উঠেছে এবারের ব্যালন ডি’অর ট্রফি। ভিনিসিয়াস সম্পর্কে ডোরিভাল বলেছেন, ‘আমি একদিন আগে ভিনির সাথে কথা বলেছি। কারণ ব্যক্তিগতভাবে তার সাথে আমি কথা বলতে চেয়েছিলাম। আমার মতে এই পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যেহেতু এটি ব্যক্তিগত পুরস্কার, সে কারণে এর জন্য যে কেউই হতাশ হবে। কে ট্রফি জিতলো সেটা কোন বড় বিষয় নয়। এটা স্প্যানিশ একজন অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে রড্রির স্বীকৃতি। কিন্তু যেকোন দিক থেকে দেখলে এটা অন্তত নিশ্চিত ভিনির এবারের পুরস্কারটা পাওয়া উচিত ছিল। তবে এখানে একটি কথাই বলতে চাই ভিনি মানুষের যে শ্রদ্ধা পেয়েছে সেটাই তার অনেক বড় স্বীকৃতি। ব্রাজিলের জনগণের একটি বড় অংশ বুঝতে পেরেছে ভিনির প্রতি অন্যায় করা হয়েছে।’ অক্টোবরের বাছাইপর্ব থেকে বাদ পড়া চেলসিতে নাম লেখাতে যাওয়া টিনএজার ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান ২৩ সদস্যের দলে ডাক পেয়েছেন। ১৭ বছর বয়সী এস্তেভাও পালমেইরাসের হয়ে লিগে ১১ গোল করেছেন। এই মুহূর্তে ব্রাজিলের সিরি-এ লিগে ফ্ল্যামেঙ্গোর পেড্রো গুইলহারমের সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলতাদার শীর্ষে রয়েছে এস্তেভাও। ক্যারাবাও কাপে টটেনহ্যামের বিরুদ্ধে ২-১ গোলে পরাজয়ের ম্যাচটিতে স্ট্রেচারে করে মাঠত্যাগ করা ম্যানচেস্টার সিটি উইঙ্গার সাভিনহোও দলে সুযোগ পেয়েছেন। ধারণা করা হয়েছিল ডান গোঁড়ালির গুরুতর ইনজুরিতে পড়েছেন সাভিনহো। দক্ষিণ আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে ব্রাজিল এই মুহূর্তে ১০ ম্যাচ পর শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে চার পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছে। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে এ্যাওয়ে ও পাঁচদিন পর উরুগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে সেলেসাওরা। টেবিলের শীর্ষ ছয়টি দল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জণ করবে। সপ্তম স্থানে থাকা দলটি আন্ত:মহাদেশীয় প্লেঅফে খেলার সুযোগ পাবে। ব্রাজিল স্কোয়াড :
গোলরক্ষক : বেনটো, এডারসন, উইভারটন
ডিফেন্ডার : ডানিলো, ভ্যান্ডারসন, আবনার, গুইলহারমে আরানা, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালেস, মারকুইনহোস, মুরিলো
মিডফিল্ডার : আন্দ্রে, আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, জারসন, লুকাস পাকুয়েটা, রাফিনহা
ফরোয়ার্ড : এস্তেভাও, ইগর জেসুস, লুইজ হেনরিক, রডরিগো, সাভিনহো, ভিনিসিয়স জুনিয়র

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button