খেলাধুলা

ফিলিস্তিনি শিশুদের সহায়তা করবে মুলতান সুলতানস

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ নিয়েছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। চলমান মৌসুমজুড়ে প্রতিটি ছক্কা কিংবা উইকেটের বিপরীতে তারা ১ লাখ পাকিস্তানি রুপি সহায়তা প্রদান করবে ফিলিস্তিনের শিশুদের সহায়তায় কাজ করা দাতব্য সংস্থাগুলোকে। গত শনিবার করাচি কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের টসের সময় এই ঘোষণা দেন মুলতান সুলতানসের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনি বলেন, “মুলতান সুলতানসের পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই। আমাদের কোনো ব্যাটার ছক্কা বা চার মারলে, কিংবা কোনো বোলার উইকেট নিলেÑআমরা ফিলিস্তিন ও গাজায় শিশুদের সহায়তায় কিছু করব।” পরে ফ্র্যাঞ্চাইজিটির মালিক আলি তারীন ভিডিও বার্তায় আরও বিস্তারিত জানান। তিনি বলেন, “আমাদের খেলোয়াড়রা নিজেরা এই উদ্যোগের অংশ হতে চেয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কোনো ব্যাটার যখন ছক্কা মারবে কিংবা বোলার উইকেট নেবে, তখনই আমরা প্রতি ছক্কা বা উইকেটের জন্য ১ লাখ পাকিস্তানি রুপি করে দান করব ফিলিস্তিনি শিশুদের জন্য কাজ করা দাতব্য সংস্থাগুলোতে।” এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। অনেকেই প্রশংসা করেছেন মুলতান সুলতানসের মতো একটি জনপ্রিয় ক্রীড়া দল যে কেবল খেলার জন্য নয়, বরং মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিচ্ছে। পিএসএলের মতো একটি আন্তর্জাতিক জনপ্রিয় টুর্নামেন্টে এমন মানবিক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। উল্লেখ্য, পিএসএল শুরুর পর মুলতান সুলতানসের স্কোয়াডে এসেছে পরিবর্তন। ইঞ্জুরির জন্য ছিটকে গেছেন ক্যারিবিয়ান ব্যাটার জনসন চার্লস। তার বদলে অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যাস্টন টার্নারকে দলে টেনেছে মুলতান। মুলতান সুলতান গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৩৪ রানের বিশাল সংগ্রহ পায়। তবে ম্যাচটি তারা হেরেছে ৪ উইকেটে। ১৯.২ ওভারেই ২৩৬ রান করে লক্ষ্যে পৌঁছে যায় করাচি কিংস। সেঞ্চুরি হাঁকান মোহাম্মদ রিজওয়ান। ৬৩ বলে করেন হার না মানা ১০৫ রান। আর ৪৩ বলে ১০১ রান করে করাচির জয় এনে দেন জেমস ভিঞ্চ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button