স্থানীয় সংবাদ

সরকারী হাসপালের নারী স্টাফকে মারধর করলেন কাউন্সিলের শ্যালক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্টাফকে (আয়া) মারধর করেছেন স্থানীয় এক যুবলীগ কর্মী। যুবলীগ কর্মী হাসিব আমিন (৩৫) মোংলা পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি কবির হোসেনের আপন শ্যালক। শ্যালক হাসিব ওই নারী স্টাফকে মারপিটের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কবির হোসেন নিজেও। সরকারী হাসপাতালের স্টাফকে মারপিটের খবরে হাসপাতালে ব্যাপক মানুষের উপস্থিতি ঘটে। এ ঘটনায় হাসপাতালে ছুটে যান পুলিশও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া সাবিনা সুলতানা (২৮) জানান, পৌর কাউন্সিলর কবির হোসেন বেশ কয়েকজন লোক সাথে নিয়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন। ওই সময়টাতে মুলত হাসপাতালের রোগীদের ওষুধ সরবরাহের সময়। এ কথা বলতেই কাউন্সিলর কবির হোসেনের শ্যালক হাসিব আমিনসহ সাথের অন্যান্যরা আমার উপর চড়াও হন। পরবর্তীতে হাসিব আমাকে বেধড়ক মারপিট করেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহীনও ছুটে আসেন। আসে পুলিশও। এছাড়াও হাসিবের পক্ষ হয়ে আওয়ামী ও যুবলীগের নেতৃবৃন্দরা আসেন। এনিয়ে পরে হাসপাতালে চরম বাকবিতন্ডাও হয়। পরে তারা আমাকে সরি বলে চলে যান। ভুক্তভোগী সাবিনা বলেন, আমি এমন ‘সরি’ মানিনা। হাসিব আমাকে যাওয়ার সময় পিটিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে যান। ঘটনার সময় থেকে এখন পর্যন্ত পৌর কাউন্সিলর কবির হোসেন তার শ্যালক হাসিব আমিনসহ কাউন্সিলরের লোকজন আমাকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এ নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি মামলা করবো, সরি’র মত বিচার আমি মানিনা।
বাগেরহাট জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জালাল উদ্দীন বলেন, আমি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনের সাথে কথা বলে বিষয়টি দেখছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button