সম্পাদকীয়

ক্ষত কাটিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরুক অর্থনীতি

সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে উৎপাদন যেমন বাধাগ্রস্ত হয়েছে, তেমনি ব্যবসা-বাণিজ্যও ব্যাহত হয়েছে। বর্তমানে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি কারখানার নিরাপত্তা জোরদার করে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু করা। সেই সাথে ভেঙে পড়া সরবরাহ ব্যবস্থাও দ্রুত স্বাভাবিক করা দরকার। বস্তুত সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতির প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়। যে কারণে পণ্যের দাম বেড়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় ধীরে ধীরে সরবরাহ ব্যবস্থার উন্নতি হচ্ছে। ইতোমধ্যে পণ্যের দাম কিছুটা কমতে শুরু করলেও উৎপাদন ব্যবস্থা এখনো স্বাভাবিক হয়নি। জানা যায়, চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। কনটেইনার জট লেগে গেছে। নিরাপত্তার কারণে উদ্যোক্তারা পণ্যের ডেলিভারি নিচ্ছেন কম। এর নেতিবাচক প্রভাব পড়েছে আমদানি-রপ্তানিতে। বস্তুত নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আগে থেকে চলা সংকটের কারণে খুব শিগ্গির অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার কাজটি খুব কঠিন। অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার, হুন্ডি এসব বন্ধ করা হলে আশা করা যায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। অর্থনৈতিক কর্মকা- স্বাভাবিক করতে নতুন সরকারকে সব উদ্যোক্তার জন্য নিরবচ্ছিন্ন কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাজারে ডলারের জোগান বাড়াতে হবে। চাহিদা অনুযায়ী নিশ্চিত করতে হবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ। পাশাপাশি সৃষ্টি করতে হবে নতুন বিনিয়োগের সুযোগ। ঋণের সুদের হার নামিয়ে আনতে হবে সহনীয় পর্যায়ে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত-দেশের অর্থনীতি আগে থকেই বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছিল। নতুন সরকারের প্রেক্ষাপটে এখন চ্যালেঞ্জের সংখ্যা আরও বাড়ল। এক বছরেরও বেশি সময় ধরে দেশে মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্সসহ বিভিন্ন সূচকে অস্থিরতা লক্ষ করা যাচ্ছে। এ সময় দেশের সার্বিক অর্থনীতি নানামুখী সংকটে পড়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে চলমান নানামুখী অস্থিরতার কারণে অর্থনীতিতে যে সংকট সৃষ্টি হয়েছে, তা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। রাজনৈতিক সংকটে খাদ্যে মূল্যস্ফীতি আরও বৃদ্ধি পেয়েছে। কাজেই খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা যাতে বিঘিœত না হয়, সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। বর্তমানে দেশের অর্থনৈতিক সংকটের একটি অন্যতম কারণ হলো ক্ষয়িষ্ণু রিজার্ভ। এর সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ব্যবসা-বাণিজ্য ও শিল্প-কারখানা পরিচালনায় যেসব সংকট সৃষ্টি হয়, তা বহুল আলোচিত। সেসব সংকট দূর করার জন্যও কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button