সম্পাদকীয়

পথচারীদের ভোগান্তি কমাতে উদ্যোগ নিন

রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় রাস্তার উপর বসছে বাজার। এতে চলাফেরায় চরম ভোগান্তিতে পরতে হয় পথচারীদের। ঢাকা এমনিতেই যানজটপূর্ন নগরী। এর মধ্যে রাস্তার প্রায় বেশিরভাগ জায়গা জুড়ে বসতে দেখা যায় ফড়িয়াদদের। কোন কোন এলাকায় পুরোদমে বসে বাজার। কি নেই সেখানে শাক-সবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এসব বাজারগুলোতে। সাধারণ পথচারীদের হাঁটার জায়গা পর্যন্ত থাকেনা এসব দোকানগুলোর জন্য। উদাহরণ হিসেবে বলা যায় রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মিরপুরের কথা। গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর এই সড়কেরও নানা কিছু পাল্টেছে। আগে যেমন শুধুমাত্র বাস ও লেগুনা, ব্যাটারি রিকশাচালকদের জন্য এই সড়ক স্থবির হয়ে থাকতো; এখন থাকে বাজারের কারণে। প্রতিদিন সকাল ৬টা থেকে দারুস সালাম সড়কটির টোলারবাগ এলাকাসংলগ্ন অংশে বাজার বসছে। রাস্তার বড় অংশ দখল করে বাজার চলে বেলা ১১টা পর্যন্ত। ছুটির দিনগুলোয় দুপুর ১২টা পর্যন্তও নাকি চলে। রাস্তার ওপর ফড়িয়াদের বাজার থেকে কাঁচা শাক-সবজি, মাংস-মুরগি কেনেন অনেক ক্রেতা। কিন্তু তাদের মাথায় নেই যে, দেশের রাস্তার ওপর এমনভাবে বাজার বসানো আইনত দ-নীয় অপরাধ। এ সংক্রান্ত আইনে বলা হয়েছে, কোনো স্থানে হাট-বাজার স্থাপন ও তার পরিসীমা সম্প্রসারণ বা সংকোচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের অনুমোদন নিতে হবে। কেউ হাট-বাজার স্থাপনের জন্য সরকারি জমি-রাস্তাঘাট অবৈধভাবে দখলে নিয়ে বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো অবৈধ অবস্থান নিতে পারবে না। এসব কিছু করলে দায়ী ব্যক্তিকে উচ্ছেদ-অপসারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের জিনিসপত্র সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ ক্ষেত্রে দ- দিতে পারবেন। মোবাইল কোর্ট কর্তৃক বিচার কাজ চালাতে পারবেন। দারুস সালাম সড়কটির টোলারবাগ এলাকাসংলগ্ন অংশে যারা বাজার বসিয়েছেন তারা এক প্রকার অপরাধ করছেন। তাহলে যারা এই অপরাধে সহায়তা করছেন, তারাও কি দোষী নন? মিরপুরের বিভিন্ন স্থানে বড় বড় বাজার রয়েছে। বিভিন্ন সময় ফড়িয়ারা এসব বাজারে অল্প একটু জায়গা নিয়ে নিজেদের ব্যবসা করে ফিরে যেত। গত ১৫ বছরে এসব জায়গা অর্থের বিনিময়ে দখলে নিয়েছিল কিছু ব্যবসায়ী। বাজার সম্প্রসারণ হতে হতে প্রথমে চলে আসে ফুটপাতে। পরে রাস্তায়। এসব পরিচালিত হতো তৎকালীন সরকারের এমপিদের গুন্ডাবাহিনীর আওতায়। সেই বাজার ছেড়ে বিভিন্ন ছোট-বড় বাহন চলাচলের রাস্তায় কেন এলো কাঁচা-বাজার? কর্তৃপক্ষকে বিষয়টিকে আমলে নিয়ে খুব দ্রুত এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button