বিনোদন

শাহরুখ ভক্তের পাগলামি

প্রবাহ বিনোদন: প্রিয় তারকাকে দেখার জন্য নানান কা- ঘটিয়ে থাকেন ভক্তরা। এবার ‘বলিউড বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখের তেমনই এক ভক্তের কা- ভাইরাল হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শাহরুখ খানকে এক ঝলক দেখার জন্য মুম্বাইতে তার বাসভবন মান্নাতের সামনে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমান। সদা ব্যস্ত এ অভিনেতার দেখা না পেয়ে হতাশ হয়ে তারা চলে যান। তবে, শেখ মোহাম্মদ আনসারি নামের এক ভক্ত টানা ৩৫ দিন ধরে বসে আছেন শাহরুখের বাড়ির সামনে। তিনি ঝাড়খ- থেকে মুম্বাই এসেছেন কেবল শাহরুখের দেখা পাওয়ার আশায়। এ প্রসঙ্গে ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাহরুখের এই অন্ধভক্ত বলেন, ‘শাহরুখ খান আমার প্রিয় নায়ক। আমি ওনার সব থেকে বড় ভক্ত। ওনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে আমার।’ তিনি আরও বলেন, ‘শাহরুখের সঙ্গে দেখা করা আমার জীবনের একটা জেদ। ৩৫ দিন ধরে আমার ব্যবসা বন্ধ। ওনার সঙ্গে দেখা করেই আমি চলে যাব। এটাই এখন স্বপ্ন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখের প্রতি তরুণ ভক্তের এই উন্মাদনা এখন ভাইরাল। তার এই ঘটনার ভিডিও দেখে অনেকেই বেশ আনন্দিত হয়েছেন। কেউ কেউ আবার ভাগ করে নিয়েছেন তাদের মনের ইচ্ছার কথা। কেউ যেমন প্রশংসা করছেন তার ভালোবাসার, কেউ বা আবার বলছেন এমন পাগলামি করাটা যুক্তিহীন। তবে এসব তর্ক বিতর্ক আনসারি মোটেও গায়ে মাখছেন না। তিনি তার প্রিয় তারকার একঝলক দেখার অপেক্ষায় নিজের অবস্থানে অটুট রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button