সিরিয়ায় দুই স্থানের ৯ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা
প্রবাহ ডেস্ক : সিরিয়ায় হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, তাদের সেনাবাহিনী সিরিয়ার দুটি স্থানে ৯টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে মার্কিন কর্মীদের ওপর একাধিক হামলার জবাবে ইরানের সঙ্গে যুক্ত গ্রুপগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সেন্টকম আরো যোগ করে বলেছে, মার্কিন ও কোয়ালিশন বাহিনী আইএসআইএস-বিরোধী অভিযানের জন্য সিরিয়ায় অবস্থান করছে। তাদের ওপর ভবিষ্যতের হামলা ঠেকানোর জন্য এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে দমিয়ে রাখতে এই হামলা চালানো হয়েছে। সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেছেন, ‘এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার জোটের অংশীদারদের বিরুদ্ধে কোনো ধরনের হামলা সহ্য করা হবে না। আমরা আমাদের কর্মীদের এবং জোটের অংশীদারদের রক্ষা করতে ও বেপরোয়া হামলার জবাব দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ নিতে থাকব।’