আন্তর্জাতিক

এবার বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের

প্রবাহ ডেস্ক : ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহারের পর এবার ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ২০২৫ সালে বেলারুশে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে আমরা প্রস্তুত। ইউনিয়ন স্টেটের সুপ্রিম স্টেট কাউন্সিলের বৈঠকের পরে পুতিন বলেন, যেহেতু আমরা সমস্ত বাহিনী এবং উপায় ব্যবহারের সঙ্গে সুরক্ষা গ্যারান্টি সম্পর্কিত একটি চুক্তি সই করেছি, বেলারুশে ওরেশনিকের মতো সিস্টেম মোতায়েন সম্ভব বলে আমি মনে করি। তিনি বলেন, এটি আগামী বছরের দ্বিতীয়ার্ধে সম্ভব হবে। কারণ রাশিয়ায় এই সিস্টেমগুলোর উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর পরিষেবাতে ইতোমধ্যে প্রবেশ করেছে। পুতিন বেলারুশে ওরেশনিক সিস্টেম মোতায়েনের আগে কিছু প্রযুক্তিগত বিষয় মোকাবেলার প্রয়োজনীয়তা সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেন, অবশ্যই এখানে বেশ কয়েকটি প্রযুক্তিগত সমস্যা রয়েছে, বিশেষ করে বেলারুশের সুরক্ষা অগ্রাধিকারের প্রতি যথাযথ সম্মান রেখে ন্যূনতম পরিসীমা নির্ধারণ। এ বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ নিয়োগ প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট বলেন, বেলারুশে ওরেশনিক মোতায়েনের জন্য খুব বেশি ব্যয়েরও প্রয়োজন হবে না। ইতোমধ্যে সেখানে কিছু অবকাঠামোগত ক্ষমতা আছে, যা সোভিয়েত যুগ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। তাই বেলারুশে এই জাতীয় সিস্টেম স্থাপনের জন্য অবকাঠামো আপডেট এবং চলমান করার জন্য ন্যূনতম কিছু ব্যয় থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button