আন্তর্জাতিক

আমি স্রষ্টায় বিশ্বাস করি, নিশ্চয়ই তিনি আমাদের সঙ্গে আছেন: পুতিন

প্রবাহ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, স্রষ্টা রাশিয়ার সঙ্গে আছেন। ইউক্রেনের সঙ্গে সংঘাতে মস্কো বিজয়ী হবে। স্থানীয় সময় গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গে সুপ্রিম ইউরেশিয়ান ইকোনমিক কাউন্সিলের (এসইইসি) বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ২০২৫ সালে রাশিয়ার বিজয়ের মধ্য দিয়ে ইউক্রেন সংঘাতের অবসান হবে বলে বিশ্বাস করেন কি না, জানতে চাইলে পুতিন বলেন, ‘আমি স্রষ্টায় বিশ্বাস করি। নিশ্চয়ই স্রষ্টা আমাদের সাথে আছেন।’ ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ বিলম্বিত হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র বর্তমান ফ্রন্টলাইন বরাবর সংঘাত বন্ধের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে বলে যে খবর বেরিয়েছে, তা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, ২০২১ সালে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম (ন্যাটোতে ইউক্রেনের সদস্যপদ) বিলম্বের প্রস্তাব দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রকে সে সময় বলা হয়েছিল, এটি মস্কোর কাছে গ্রহণযোগ্য হবে না। ২০২৫ সালের জন্য রাশিয়ার ‘প্রথম লক্ষ্য’ যুদ্ধক্ষেত্রে বিজয় অর্জন করা বলেও জানান তিনি। পুতিন বলেন, ‘আমরা সংঘাতের অবসান ঘটাতেও চেষ্টা করছি।’ তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি আমরা সামনের সারিতে সফল হব এবং অর্থনীতির ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যগুলো অর্জন করব। পাশাপাশি সামাজিক সমস্যাগুলো, সামরিক সুরক্ষার সমস্যাগুলো সমাধান করব এবং এটি হবে বৃহত্তর অর্থে সুরক্ষা। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব।’ দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতিতে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি তার প্রস্তাবের সুনির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনা করতে অস্বীকার করেছেন। মিডিয়া বেশ কয়েকটি বেনামী সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, এটি কেবল সংঘাতকে হিমশীতল করার জন্য হতে পারে। মস্কো ও কিয়েভ উভয়েই নিঃশর্ত যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button