স্থানীয় সংবাদ

মণিরামপুরে ষষ্ট শ্রেণীর ছাত্রী গণধর্ষনের ভিডিও ভাইরাল : আটক ৩

মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের মণিরামপুরে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের ধারনকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করে ধর্ষণকারিরা। দাবিকৃত অর্থ না পেয়ে পরে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিলে মুহুর্তেই ভাইরাল হয়। বিষয়টি পরিবারের লোকজন জানতে পেয়ে পুলিশের দারস্থ হন। এ ঘটনায় শুক্রবার মণিরামপুর থানায় গণধর্ষণ ও পর্ণগ্রাফী আইনে মামলা হয়েছে। যার মামলা নং-২৬। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছেন। আটককৃতরা হলো-ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২), মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ফজর গাজীর ছেলে আশরাফুল ইসলাম (২২) ও একই উপজেলার কোমলপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে শাওন হোসেন (১৯)। জানা যায়, আটক আশরাফুল ইসলাম সম্প্রতি মালয়েশিয়া থেকে বাড়িতে আসে। আসার পর থেকে ষষ্ঠ শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এরই জের ধরে গত ২৭ জুন রাতে ফুসলিয়ে উপজেলার ঝাঁপা বাজারের একটি ঘরে ওই ছাত্রীকে নিয়ে আসে। রাত ৯টার দিকে ওই ছাত্রীকে জোর করে সিগারেটে কিছু মিশিয়ে খাইয়ে দেয়। এক পর্যায় ওই ছাত্রী ঝিমনির ভাব আসলে খাটের উপর নিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে পাশবিক নির্যাতন চালায়। এ সময় পাশবিক নির্যাতনের ওই ভিডিও ধারণ করে মোবাইল ফোনে। এরপর ধারনকৃত ভিডিও নির্যাতনের শিকার ওই স্কুল ছাত্রীর পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে টাকা দাবী করে। দাবীকৃত অর্থ না দিলে ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে। টাকা না দেয়ায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হলে মুহুর্তেই তা ভাইরাল হয়। এ ঘটনায় শুক্রবার নির্যাতনের শিকার ওই ছাত্রীর দাদী বাদী হয়ে মণিরামপুর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পরে মণিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ বিশ্বাস ও উপপরিদর্শক আতিক্জ্জুামানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে জড়িত ৩ জনকে আটক করে। এ ব্যাপারে মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button