স্থানীয় সংবাদ

আজ শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্ম বার্ষিকী

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনা দিবসটি পালন করবে

স্টাফ রিপোর্টার ঃ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী আজ শনিবার (২৬ অক্টোবর)। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। শেরে বাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও এ কে ফজলুল হকের অবদান ছিলো। ১৯৪০ সালে তিনি ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তিনি ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন।
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং আলোচনা সভা। আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মরহুমের মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং তার আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিকে, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকেল ৪টা ১৫ মিনিটে উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরী খুলনা মিলানায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর বিএনপির সম্মানিত আহবায়ক ও জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আলহাজ্ব ড. মোঃ রেজাউল করিম। সমিতির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকবেন সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button