রূপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড প্রতিনিধী সম্মেলন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ঃ ১ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় ইসলামী আন্দোলন রুপসা উপজেলা শাখা ২নং শ্রীফলতলা ইউনিয়নের সভাপতি ইদরিস শেখের সভাপতিত্বে সেক্রেটারি মুফতী নাজমুস সাকিব এর পরিচালনায় ওয়ার্ড প্রতিনিধী সম্মেলন উপজেলার নন্দনপুর বটতলার মোড়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, মাওলানা আঃ সাত্তার হালদার, মাওলানা মোঃ হারুন অর রশিদ, মোঃ শেখ ইউসুফ আলী, মাওলানা মুঃ মাসুদর রহমান রউফি , আলহাজ্ব আশরাফুল ইসলাম বিশ্বাস, আক্তার উজ জ্জামান আকতার, মোহাঃ লিটন মল্লিক, মাওলানা তাওহিদুল ইসলাম মামুন, মোঃ আল আমিন,সেলিম সরদার, মাসুদ ফকির,মাওলানা ইউসুফ আলী,মোঃ আরজান মেম্বার, মুফতী মিজানুর রহমান, ফরহাদ মোল্লা, মাও আনিসুর রহমান, রাতুল, নাসরুল্লাহ, সাকিব,ঈসা প্রমুখ। সভায় আগামী ১৮ নভেম্বর খুলনা ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে পীর সাহেব চরমোনাই এর উপস্থিতিতে গন সমাবেশ সফল করার আহবান জানান।