মতিউর ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে আরও তিন মামলা

প্রবাহ রিপোর্ট : কোরবানির ঈদে ছেলের ছাগলকা-ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান, তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ১২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমানের বিরুদ্ধে পৃথক আরও তিনটি মামলা করেছে দুদক। গতকাল সোমবার দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা তিনটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে নোটিশ করা হয়েছিল। পরে তাদের দেওয়া সম্পদ বিবরণী যাচাই-বাছাই ও অনুসন্ধানে তাদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। কয়েকদিন আগে মতিউর রহমান ও তার স্ত্রীর লায়লা কানিজের বিরুদ্ধে প্রায় ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুই মামলা দায়ের করা হয়।