জাতীয় সংবাদ

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান টিউলিপের

প্রবাহ রিপোর্ট : নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের নগর ও দুর্নীতিদমন মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা ও তার বেশকিছু সম্পদ নিয়ে অভিযোগের প্রেক্ষাপটে মন্ত্রীদের আচরণবিধি যাচাইকারী কর্তৃপক্ষের কাছে গত সোমবার লেখা এক চিঠিতে এই আহ্বান জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। মন্ত্রীদের আচরণবিধি পর্যবেক্ষণকারী ব্রিটিশ প্রধানমন্ত্রীর স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসকে পাঠানো চিঠিতে টিউলিপ লিখেছেন, বিগত দিনগুলোতে তার ও তার পরিবারের আর্থিক বিষয়ের সঙ্গে বাংলাদেশের সাবেক সরকারের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে অনেক প্রতিবেদন আসছে। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি কোনও ভুল করেননি। তবু, কোনও আচরণবিধি ভঙ্গ বা অন্যায় তিনি করেছেন কিনা, তা তদন্ত করে দেখা হোক। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। লেবার পার্টির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে ট্রেজারি চ্যান্সেলর র‌্যাচেল রিভসের নেতৃত্বে চীনে সফরে যাচ্ছেন না টিউলিপ। এর বদলে তিনি ব্রিটেনে অবস্থান করে তদন্তে সহযোগিতা করবেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতা থাকা ব্যক্তিরা তাকে ব্রিটেনে দামি ফ্ল্যাট উপহার দিয়েছেন- গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে টিউলিপের বিরুদ্ধে এমন অভিযোগ আসছে। এর মধ্যে রয়েছে কিংস ক্রসের কাছে একটি ফ্ল্যাট ও হ্যাম্পস্টেডে একটি বাড়ি। তারই ধারাবাহিকতায় কর্তৃপক্ষের কাছে এই অনুরোধ জানালেন তিনি। দ্য ফাইন্যান্সিয়াল টাইমসে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে টিউলিপের মালিকানায় থাকা ফ্ল্যাটটি ২০০৪ সালে বিনা মূল্যে দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল তার। পরে যুক্তরাজ্যভিত্তিক আরেক সংবাদমাধ্যম সানডে টাইমসের খবরে বলা হয়, লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপের বোনকে বিনা মূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন মঈন গনি নামের এক আইনজীবী। এতসব অভিযোগের পরেও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থার জায়গায় আছেন টিউলিপ। গত সোমবার তিনি বলেছেন, সব সন্দেহ নিরসনে স্বাধীন উপদেষ্টাদের কাছে তদন্তের আহ্বান জানিয়ে ঠিক কাজটিই করেছেন টিউলিপ। তার প্রতি আমার আস্থা আছে। এখন নিয়ম মেনে তদন্তকাজ পরিচালিত হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button