পাপনের কাছে মাহমুদউল্লাহ’র দুঃখপ্রকাশ
স্পোর্টস ডেস্ক : ২০২১ সালের জুন মাসে দেড় বছর পর টেস্ট দলে জায়গা পেয়েছিলেন মাহমুদউল্লাহ। ওই টেস্টে আটে নেমে সেঞ্চুরির পর নাটকীয়ভাবে অবসর নেন তিনি। কেন অবসর, এর ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি তার কাছে। ধারণা করা হয়, অনেকটা অভিমানেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন দলের সিনিয়র এই ক্রিকেটার। এত বছর পর রোববার বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, টেস্ট থেকে অবসর নেওয়ার জন্য মাহমুদউল্লাহ নাকি দুঃখপ্রকাশ করেছেন। সিনিয়র ক্রিকেটারদের অবসর সংক্রান্ত প্রশ্নের প্রেক্ষিতে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান বলেছেন, ‘এদের যেটা ভালো লাগেনি, মাহমুদউল্লাহ যেমন টেস্ট খেলার মাঝে ছেড়ে দিল, আমরা কিছু জানি না। ওকে বলেছি, সে সেটা স্বীকারও করেছে, এটা ঠিক হয়নি। সে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে। তামিম যখন ছেড়ে দিল, আমরা জানি না। এসব কারও ভালো লাগার কথা নয়। আমরা চাই ওরা আমাদের একটা পরিকল্পনা জানাক, কে কত দিন খেলতে চায়। তারা যতদিন খেলতে চায়, আমরা চেষ্টা করবো তাদের খেলাতে। তারা এখনও না খেলার অবস্থায় নেই, সেটাও না।’ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টেস্টের তৃতীয় দিনে দলের বা বোর্ডের কারও সঙ্গে আলোচনা না করেই ড্রেসিংরুমে সতীর্থ খেলোয়াড়, কোচ ও দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের উদ্দেশ্যে মাহমুদউল্লাহ জানিয়ে দেন, চলতি হারারে টেস্টের পর আর সাদা পোশাকের ক্রিকেট খেলবেন না তিনি। মাহমুদউল্লাহর এমন সিদ্ধান্তে ক্ষোভও প্রকাশ করেছিলেন নাজমুল হাসান। জিম্বাবুয়ে আসার আগে অন্য ক্রিকেটারদের মতো মাহমুদউল্লাহও নাকি বোর্ডকে লিখিতভাবে জানিয়েছিলেন, তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক সেখানে লিখেছেন, ভবিষ্যতে তিনি তিন সংস্করণের ক্রিকেটই খেলতে চান।