বিনোদন

প্রকাশ্যে এলো শাকিবের ‘‘রাজকুমার’-এর ফার্স্টলুক

প্রবাহ বিনোদন: ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক হিমেল আশরাফ পরিচালিত নতুন ছবি ‘রাজকুমার’। সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল কয়েক বছর আগে। তবে পরিকল্পনার সব কিছু ঠিক রেখে পরিচালক দর্শকদের জন্য নিয়ে আসছেন ছবিটি। এরই মধ্যে ছবিটির শুটিং হয়েছে ঢাকা, পাবনা, সাজেক, ভারত ও যুক্তরাষ্ট্রে। গেল বছরের হিমেল আশরাফের ‘প্রিয়তমা’র সাফল্যের পর স্বাভাবিকভাবে সবার আগ্রহ আছে ‘রাজকুমার’ নিয়ে। অবশেষে গত শনিবার রাতে প্রকাশ্যে এলো সিনেমাটির ফার্স্টলুক। সেখানে দেখা মিলছে শান্ত এক শাকিব খানের মুখ। লম্বা চুল চুলের এক অন্য রকম শাকিব খানের ছবিটির পাশে আছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি। পরিচালক হিমেল আশরাফ বলেন, ‘আমরা ছবিটির ফার্স্টলুক আজকে দিলাম। ধীরে ধীরে গান ট্রেলার টিজার ছাড়ব। আশা করছি দর্শকেরা উপভোগ করবেন সব কিছুই।’ তিনি জানান, আগামী ২৮ এপ্রিল টিজার ছাড়বেন। এর মাঝে একটি গান প্রকাশের পরিকল্পনা করে রেখেছেন। আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। বাংলাদেশের অভিনেতা তারিক আনাম খান, ডা. এজাজসহ অনেকেই। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী প্রযোজকসহ অনেকেই। তাঁদের প্রত্যাশা, ছবিটি সব ধরনের দর্শকের কাছে ‘প্রিয়তমা’র মতোই প্রিয় হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button