বিনোদন

‘শ্যামা কাব্য’ সিনেমায় নতুন চরিত্রে জেনি

প্রবাহ বিনোদন: লম্বা সময় ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন অভিনেত্রী নওরীন হাসান খান জেনি। ক্যারিয়ারে নতুন অধ্যায় সূচনা করলেন এই অভিনেত্রী। গতকাল শুক্রবার মুক্তি পাচ্ছে বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমা ‘শ্যামা কাব্য’। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হলো জেনির। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। জেনি ছাড়াও এই সিনেমার অন্যতম দুই চরিত্র সোহেল ম-ল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার। শ্যামা কাব্য সিনেমায় নিতু চরিত্রে দেখা যাবে জেনিকে। বদরুল আনাম সৌদের পরিচালনায় প্রথম সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, সৌদ ভাই শুটিং চলাকালে বলেন না যে তিনি আসলে কী চাচ্ছেন। তবে তিনি বিভিন্ন পয়েন্ট ধরিয়ে দেন যে চরিত্রটি এমন। এরপর শিল্পীর ওপর আস্থা রেখে শুটিং করেন। শিল্পী যদি তার চিন্তার চেয়েও ভালো কিছু করেন এবং সেটা যদি সৌদ ভাইয়ের ভালো লেগে যায়, তবে তিনি ভীষণ খুশি হন। শ্যামা কাব্যর শুটিং করতে গিয়ে আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অন্যদিকে বড় পর্দায় অভিষেকের বিষয়ে জেনি বলেন, আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সৌদ ভাইয়ের প্রতি, কারণ তিনি আমাকে প্রথমবার সিনেমায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। শ্যামা কাব্য আমার জীবনের অন্যতম কাজ হয়ে বুকের গহিনে থেকে যাবে। কারণ এটি আমার প্রথম সিনেমা। এখন দর্শকের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। সরকারি অনুদানে নির্মিত শ্যামা কাব্য পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। ৩০ এপ্রিল সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো। যাতে সিনেমার সব অভিনয়শিল্পীসহ উপস্থিত ছিলেন এর প্রযোজক সুবর্ণা মোস্তফা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button