বিনোদন

এবার ভিন্নধারার চরিত্রে সাবিলা নূর

প্রবাহ বিনোদন: ঈদুল আজহায় দর্শকদের বিনোদিত করতে হইচই আনছে নতুন এক সিরিজ। শিহাব শাহীনের পরিচালনায় এ সিরিজটির নাম ‘গোলাম মামুন’। যার নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেই সঙ্গে এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে। আগামী বৃহস্পতিবার থেকে হইচইতে স্ট্রিম হবে ‘গোলাম মামুন’। গত রোববার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট কনভেনশন হলে হয়ে গেল এই সিরিজের ট্রেলার মুক্তির অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের অভিনয় শিল্পী, পরিচালক, কলাকুশলী, সাংবাদিকরাসহ আরও অনেকে। জিয়াউল ফারুক অপূর্ব সিরিজটির মুক্তি নিয়ে বেশ উৎসাহিত। তিনি বলেন, আমি সব সময় যে ধরনের চরিত্রে অভিনয় করি সেগুলো থেকে গোলাম মামুন খুবই ভিন্ন ধরনের চরিত্র। ট্রেলারে শুধু একটু ঝলক পাবেন আমার চরিত্রের। সিরিজটি রিলিজের আগেই আমি এর থেকে বেশি কিছু বলবো না। তবে এতটুকু বলতে পারি যেভাবে গোলাম মামুন-এর গল্প বলা হয়েছে দর্শক তা দেখে পছন্দ করবে অবশ্যই। সাবিলা নূর বলেন, সিরিজে আমি রাহী চরিত্রে কাজ করেছি। চরিত্রটার জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। এখানে এমন কিছু অ্যাকশন দৃশ্য আছে যেগুলো আমি আগে কখনো করিনি। দর্শক সিরিজটা দেখলে সেটা আন্দাজ করতে পারবেন বলে আশা করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button