আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ২৩

প্রবাহ ডেস্ক : ইসরায়েলের জাহাজগুলোতে হামলার হুমকির পর ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। হুথি-সম্পর্কিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সাদা শহরে নিহতের সংখ্যা ছয় থেকে বেড়ে ১০ হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। নিহতদের মধ্যে চারটি শিশু ও এক নারী রয়েছেন। এদিকে, ইয়েমেনের রাজধানী সানায়াতেও ১৩ জন নিহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্কিন হামলায় মোট ২৩ জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, লোহিত সাগরের জাহাজে হামলার জন্য ‘নরক বৃষ্টি নামবে’। অপরদিকে, হুথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে লোহিত সাগরে শিপিং কার্যক্রমের হুমকিকে অতিরঞ্জিত করছে, যাতে তারা জনমতকে প্রভাবিত করতে পারে। হুথি রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে বলেছে, ‘আমেরিকার এই কাপুরুষোচিত আগ্রাসন আমাদের ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর নীতিকে পরিবর্তন করবে না।’ তারা আরও জানিয়েছে, ‘এই হামলার পাল্টা জবাব দেওয়া হবে এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত।’ এদিকে, বেইত লাহিয়াতে হামলা চালিয়ে সাংবাদিক ও ত্রাণকর্মীসহ অন্তত ৯ জনকে হত্যা করেছে ইসরায়েল, যদিও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৪৮ হাজার ৫৪৩ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ১১ হাজার ৯৮১ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুসারে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের নিয়ে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button