আইসিসির ওয়ার্কশপে যাচ্ছেন ওয়াহাব রিয়াজ
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পিসিবির নির্বাচকের পদ থেকে বরখাস্ত করা হয় ওয়াহাব রিয়াজকে। সে সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনাও করেছিলেন ওয়াহাব। তবে এবার বোর্ড তাকে মালদ্বীপে পাঠাচ্ছে। মালদ্বীপের মালেতে আগামী ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত হবে দুইদিন ব্যাপী আইসিসি আয়োজিত ওয়ার্কশপ। আর সেটাতে অংশ নেওয়াতেই ওয়াহাব রিয়াজকে সেখানে পাঠাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃবিতে পিসিবি জানিয়েছে, আইসিসি আগামী ২৯ ও ৩০ জুলাই মালদ্বীপে হাই পারফরম্যান্স ওয়ার্কশপের আয়োজন করেছে। সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ও সাবেক ক্রিকেটার শহিদ আনোয়ার (বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ) এই ওয়ার্কশপে অংশ নিবেন। এই ওয়ার্কশপের মাধ্যমে কোচিংয়ের সর্বশেষ কৌশলগুলো শেখানো হবে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে তাদের জাতীয় পর্যায়ে উঠিয়ে আনার কৌশলও শেখানো হবে। আইসিসির এই ওয়ার্কশপ পরিচালনা করবেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইকবাল সিকান্দার ও বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।