তামিমকে নিয়ে যা বললেন পাপন
স্পোর্টস ডেস্ক : প্রায় সময়ই তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে গুঞ্জন উঠে। তবে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা পরিষ্কার হচ্ছে না কোনোভাবেই। কোনো পক্ষই স্পষ্ট করে কিছু বলছে না। কয়েক মাস আগে তামিমের সঙ্গে এই নিয়ে বৈঠকেও বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। যদিও তার সুরাহা হয়নি। গত রোববার বিষয়টি নিয়ে আরও একবার কথা বলেছেন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তামিমের ভবিষ্যৎ নিয়ে বলতে গিয়ে বোর্ড সভাপতি বলেছেন, ‘আনুষ্ঠানিক আলাপ না হওয়া পর্যন্ত এটা নিয়ে মন্তব্য করা কঠিন। তবে আমরা চাই সে আসুক।’ তামিম প্রসঙ্গে বলতে গিয়ে পাপন বাকি সিনিয়র ক্রিকেটারদের কথাও সামনে আনলেন, ‘এখানে অনেক খেলোয়াড় আছে যারা আর বেশি দিন হয়তো জাতীয় দলে থাকবে না। অনেকের জন্য এ বছরটাই শেষ। কেউ হয়তো চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলবে। আমার ব্যক্তিগত ইচ্ছে, বোর্ডেরও সবার ইচ্ছে, এদের ব্যাপারে পেশাদার হিসেবে কথা বলছি না। আমি মনে করি তামিম-সাকিব-মুশফিক-রিয়াদ; এ ধরনের খেলোয়াড় যারা আছে, তাদের যে অবদান-অবশ্যই তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট এখানে এসেছে। অবশ্যই মাশরাফির নেতৃত্বের কথাও বলতে হবে।’