খেলাধুলা

বাংলাদেশের বিকল্প ভাবছে আইসিসি

নারী বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে নারী বিশ্বকাপের নবম আসর বসার কথা বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইসিসি। তাই বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কাকে সংক্ষিপ্ত তালিকায় আইসিসি রেখেছে বলেও খবর দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। যদিও বিসিবি থেকে আইসিসির কাছে সময় চাওয়া হয়েছে। পরিচালক মাহবুবুল আনাম জানান, এক দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা কেটে যাবে। গত এক মাস ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের এ আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের এক দফায় পরিণত হয়। তীব্র আন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো দেশ জ¦লে উঠেছিল আন্দোলনে। অসংখ্য প্রাণহানিসহ সম্পদের বিপুল ক্ষতি হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার গঠন হলেই দেশে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশাবাদ সবার। তবে উত্তাল পরিস্থিতির কারণে চিন্তিত হয়ে পড়েছে আইসিসি। তাই নারী টি২০ বিশ্বকাপের দায়িত্ব হাতছাড়া হতে পারে বাংলাদেশের। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজন কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বিগ্ন আইসিসি কর্তারা। তবে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। আপাতত বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আগামী ৩ থেকে ২০ অক্টোবর বাংলাদেশে নারী টি২০ বিশ্বকাপ হওয়ার কথা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো হওয়ার কথা। আইসিসির এক কর্মকর্তা ক্রিকইনফোকে এ বিষয়ে বলেন, ‘আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সে দেশের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও আমাদের নিরাপত্তা বিশেষজ্ঞরাও কথা বলছেন।’ এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘অংশগ্রহণকারী ক্রিকেটারদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ এর মধ্যে গত সোমবার নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে। এরপর থেকেই মূলত বিকল্প ভেন্যু নিয়ে ভাবতে শুরু করে আইসিসি। স্বল্প দিনের নোটিশে এমন একটি বড় টুর্নামেন্ট আয়োজনের মতো সক্ষমতা ভারতের রয়েছে। শ্রীলঙ্কাকে নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে। তা ছাড়া অক্টোবরে শ্রীলঙ্কায় প্রচুর বৃষ্টিপাতও হয়। তবে ভারতে খেলতে আসতে চায় না পাকিস্তান। সে সঙ্গে ভারতে পাকিস্তানিদের ভিসা নিয়েও জটিলতা হয়। এসবের কারণে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতকেও বিবেচনায় রাখছে আইসিসি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button